• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কারাগারে খালেদার সঙ্গে ৫ স্বজনের সাক্ষাৎ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ আগস্ট ২০১৮, ১৯:০৩

কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের পাঁচ স্বজন।

শনিবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এক ঘণ্টারও বেশি সময় পরে ৫টা ৩৫ মিনিটের দিকে বেরিয়ে যান। কারাগার থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি বিএনপি চেয়ারপারসনের এ স্বজনরা।

সাক্ষাৎ করতে যাওয়া স্বজনরা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, বোন সেলিনা ইসলাম, ভাগ্নে ডা. মামুন ও আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান।

এর আগে তারা এ সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে আবেদন করেন। সব আনুষ্ঠানিকতা শেষে সাক্ষাতের সুযোগ দেয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ মামলার বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই কারাগারে বন্দি আছেন তিনি।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি তেমন কেনেন না : রিজভী
ভারতীয় পণ্য বর্জন আন্দোলন নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব!
স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় বিএনপি : ওবায়দুল কাদের
বিএনপির ভারত বর্জন কর্মসূচির কারণ জানালেন নাছিম
X
Fresh