• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৭ আগস্ট ২০১৮, ১৫:২৬

বিএনপি বিভিন্নভাবে সরকারকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। আন্দোলনের নামে সহিংসতা করে সরকার পতন ঘটাতে ব্যর্থ হয়েছে। কোনও কিছুতেই সফল হতে না পেরে কোটা সংস্কার আন্দোলনে সওয়ার হয়ে আন্দোলনটিকে প্রশ্নবিদ্ধ করেছে। আর এখন শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনকে ঘিরে চক্রান্ত শুরু করেছে। কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী সকল দাবি মেনে নেয়ার পর শিক্ষার্থীরা ঘরে ফিরে গেছে। এখন এটি নিয়ে আর কোনও আন্দোলন বা কথা বলার সুযোগ নেই। বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

--------------------------------------------------
আরও পড়ুন : নতুন সড়ক আইন শুভঙ্করের ফাঁকি: রিজভী
--------------------------------------------------

এসময় তিনি আরও বলেন, যারা বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিচ্ছিন্ন হয়েছেন, তারা আজ উদ্বিগ্ন পরিষদ। যখনি দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় তখন তারা সুযোগের সন্ধান করে।