• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

'হেলমেটধারীদের' হামলায় ৬ ফটোসাংবাদিক আহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৮, ১৮:০১

অন্তত ৬ ফটোসাংবাদিক হেলমেটধারী যুবকদের হামলায় গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার তুলতে গেলে তাদেরকে রড, রামদা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা।

আহতরা হলেন যুক্তরাষ্ট্রভিত্তি বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) এ এম আহাদ, জুমা প্রেসের রিমন, জনকন্ঠের জাওয়াদ, বণিক বার্তার পলাশ, ফ্রিল্যান্স সাংবাদিক রাহাত, পাঠশালার এনামুল হাসান।

এর মধ্যে আহাদ রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, আহাদ জিগতলায় হামলার শিকার হয়েছিলেন।

হামলার একটি ভিডিও পাওয়া গেছে। যেখানে কয়েকজন হেলমেটধারী ও মুখে কাপড় বাধা ব্যক্তি আহাদের মাথায়, মুখে, পায়ে অনবরত আঘাত করছিলেন। এ সময় আহাদকে কাকুতি মিনতি করে বারবার প্রাণভিক্ষা চাইতে দেখা যায়।

কিন্তু হামলাকারীরা সাড়া দিচ্ছিল না। পরে তিনি পালাতে চেষ্টা করলে মাটিতে ফেলে তাকে আবার পেটাতে থাকেন কয়েকজন হামলাকারী।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh