• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘বেশির ভাগ সরকারি গাড়ির লাইসেন্স নেই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ আগস্ট ২০১৮, ১৬:৪৭

টানা পঞ্চমদিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এদিনও রাজধানীর প্রায় সব এলাকায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রাস্তায় গাড়ি থামিয়ে লাইসেন্স আছে কিনা, দেখছে। থাকলে ছেড়ে দিচ্ছে। না থাকলে সার্জেন্ট ডেকে মামলা দিয়ে দিচ্ছে।

তবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশিরভাগ সরকারি গাড়ির ড্রাইভারের লাইসেন্স নাই। গাড়ির কাগজপত্র থাকছে না। এ কারণে সার্জেন্ট ডেকে সরকারি গাড়িতে মামলা দিচ্ছেন শিক্ষার্থীরা।
--------------------------------------------------------
আরও পড়ুন : ফখরুলের প্রশ্ন, 'মন্ত্রী এতো নির্লজ্জ হয় কীভাবে'
--------------------------------------------------------

ফার্মগেটে হলিক্রস কলেজের শিক্ষার্থী হাবিবা জানান, আমরা যে কয়টা সরকারি গাড়ি থামিয়েছি, কোনো গাড়িতেই লাইসেন্স ছিল না। এমনকি পুলিশ, বিজিবির গাড়িতেও লাইসেন্স নাই।

এলিফ্যান্ট রোডে থাকা কমার্স কলেজের শিক্ষার্থী ঋধ্য অনিন্দ্য বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি গাড়ি থামিয়েছিলাম আমরা। কিন্তু কোনো লাইসেন্স ছিল না। ডিআইজির গাড়িতেও লাইসেন্স ছিল না। আমরা সার্জেন্টকে ডেকে মামলা দেয়ার ব্যবস্থা করেছি।

বুধবার শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীরা রাস্তায় স্কুল ড্রেস পরেই নেমেছে।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাণিসম্পদ অধিদপ্তরে বড় নিয়োগ, নেবে ৬৩৮ জন
ই-লাইসেন্সধারীদের জন্য সুসংবাদ
ট্রেড লাইসেন্স ছাড়া কিছুই নেই কাচ্চি ভাইয়ের, লাখ টাকা জরিমানা
লাইসেন্সের মেয়াদ শেষ, ধামরাইয়ে হাসপাতাল সিলগালা
X
Fresh