• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজশাহীতে বিএনপির ১৫ এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ৩০ জুলাই ২০১৮, ১১:৫৫

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডের শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে (পুরুষ ও মহিলা) ধানের শীষ প্রতীকের ১৫ জন পোলিং এজেন্টের কাউকে ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সকল এজেন্টরা কেন্দ্রে পৌঁছেছেন। কিন্তু তাদের ঢুকতে দেয়া হয়নি। প্রিসাইডিং অফিসারের কাছে বলার পরও এজেন্টদের ঢুকতে দিচ্ছেন না।

এ বিষয়ে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বলেন, আমরা ৮টা পর্যন্ত যারা এসেছেন তাদের গ্রহণ করেছি। তারা সময়মতো আসেননি। এখন আমাদের কিছুই করার নেই।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে: সরোয়ার
--------------------------------------------------------