• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবীর, অলি ও সেলিমের সঙ্গে বৈঠকের কথা স্পষ্ট করলেন কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জুলাই ২০১৮, ১৬:২৪

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী এবং ২০ দলীয় জোটের শরিক এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে কী নিয়ে কথা হয়েছে, সেটা স্পষ্ট করলেন ওবায়দুল কাদের।

এর মধ্যে কাদের সিদ্দিকীর সঙ্গে কথার শুরু অন্য বিষয়ে হলেও জোট নিয়ে আলোচনা হয়েছে বলে স্বীকার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সিপিবি সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এটা নিশ্চিত হয়েছেন যে, আট বাম দলের নেতৃত্বে যে জোট হয়েছে, সেটি বিএনপির সঙ্গে যাবে না। আর অলি আহমদকে কাদের বলেছেন, কোথাও তিনি সভা সমাবেশ করলে যেন তাকে জানানো হয়।

এখন থেকে সভা সমাবেশ করতে ‘স্পেস’ পাবেন বলেও ২০ দলীয় জোট নেতাকে নিশ্চিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জানিয়েছেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ।

--------------------------------------------------------
আরও পড়ুন: নির্বাচনের আগের দিন বুলবুলের লিখিত অভিযোগ
--------------------------------------------------------

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জোট সম্প্রসারণের কোনও সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে কাদের বলেন-‘কেউ যদি আসতে চায় তাহলে আমরা আমাদের পরিসরে আলোচনা করব। আমাদের জোটের শরিকদের সাথে কথা বলে সেটা আমরা বিবেচনা করব।’

আরও পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
বিএনপি এদেশের সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা : কাদের
X
Fresh