• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের মুক্ত রাখা যাবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি

  ২৯ জুলাই ২০১৮, ১২:৪৮

‘তিন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে’ বিএনপির এ অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনের দোহাই দিয়ে তাদের দলে যেসব সন্ত্রাসী ও যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

আজ রোববার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডে নিজ বাসভবনের সামনে একটি বেসরকারি টেলিভিশনের বর্ষপূর্তির কেককাটা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : সরকারি হুকুমের ভয়ে অসহায় নির্বাচন কমিশন: রিজভী
--------------------------------------------------------

হানিফ বলেন, নির্বাচনকালীনই হোক আর অন্য সময়েই হোক সন্ত্রাসীদের প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, যখনই কোনও নির্বাচনে পরাজয়ের শঙ্কা দেখা দেয় তখনই বিএনপি সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অজুহাত হিসেবে আগে থেকেই মিথ্যাচার করে।

এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহ সিটি নির্বাচনে ১১ ম্যাজিস্ট্রেটসহ র‌্যাব-বিজিবির বিশেষ টহল
নির্বাচন পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হলেই ভোট বন্ধ : ইসি
উত্তাপ ছড়াচ্ছে ময়মনসিংহ সিটি নির্বাচন : মেয়র পদে ৭ প্রার্থী
ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনের তারিখ ঘোষণা
X
Fresh