• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৩০০ আসনের ২০০ চায় আ.লীগের শরিকরাই

সিয়াম সারোয়ার জামিল, আরটিভি অনলাইন

  ২৩ জুলাই ২০১৮, ১১:৩৭

ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে তার জোটের শরিকরা অন্তত দুইশ’ আসন চায়। তবে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ নিয়ে চলছে দর-কষাকষি। শেষ মুহূর্তে ১৪ দলীয় জোটের শরিকরা কয়টি আসন পাবে, তা জোট প্রধান শেখ হাসিনাই নির্ধারণ করবেন।

জানা গেছে, বর্তমানে জাতীয় সংসদে আওয়ামী লীগের শরিকদের মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে ওয়ার্কার্স পার্টির ৭টি, জাসদের ৬টি, তরিকত ফেডারেশনের ২টি, জাতীয় পার্টি-জেপি ২টি মিলে মোট ১৭টি সংসদীয় আসনে সদস্য দিতে পেরেছে। তবে এবার শরিকরা আরও আসন চাইবে। এ নিয়ে তারা ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র মোহাম্মদ নাসিমের কাছে দাবিও প্রকাশ করেছেন। তবে শরিকরা যত আসনই দাবি করুক না কেন আসন ভাগাভাগিটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতেই থাকবে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ধর্মীয় উস্কানির অভিযোগে খালেদাকে গ্রেপ্তারে আবেদন
--------------------------------------------------------

খোঁজ নিয়ে জানা গেছে, জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু) এবার কমপক্ষে ২০টি আসনের জন্য জোর দাবি জানাবে। ওয়ার্কার্স পার্টি ১৫টি আসন দাবি করবে। জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ (আম্বিয়া) ৮টি আসনে প্রার্থী দিতে চায়। বর্তমানে সংরক্ষিত নারী আসনের একটিসহ বর্তমানে সংসদে জাসদের ছয়জন এমপি রয়েছেন। এদের মধ্যে ইনুর নেতৃত্বাধীন জাসদে তিনজন ও আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদে দুজন সংসদ সদস্য রয়েছেন। অন্য এক সদস্য দল ভাঙার পরে দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ রেখে যাচ্ছেন। তার বিষয়টি এখনও চূড়ান্ত নয়।