• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোটা আন্দোলনের নেতা সুহেলকে গ্রেপ্তার দেখালো পুলিশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৮, ২১:০৮

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক এ পি এম সুহেলকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ভোর চারটার দিকে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তারের বাসা থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ।

ঢাকার শান্তিনগরের ওই বাসায় পরিবার নিয়ে থাকেন লাকী। তিনি আরটিভি অনলাইনকে জানান, সুহেল ডিপার্টমেন্টের ছোট ভাই। গতকাল রাতে খেলা দেখতে এসেছিল। ভোর চারটার দিকে পুলিশ এসে বাসায় তল্লাশি চালিয়ে সুহেলকে ধরে নিয়ে যায়।
--------------------------------------------------------
আরও পড়ুন: কোটা নিয়ে স্ট্যাটাস দেওয়ায় ইবি শিক্ষার্থীকে পিটুনি
--------------------------------------------------------

লাকি বলেন, তারা ১০ জনের মতো ছিল। ঘরে ঢুকেই পুরো বাসায় তল্লাশি চালান। এ সময় আমাদের মুঠোফোনগুলো জব্দ করেন। সেগুলো ঘেঁটে দেখেন। ল্যাপটপগুলোও ঘেঁটে দেখেন। তারপর দেড় ঘণ্টা ধরে আলাদা রুমে হাতকড়া পরিয়ে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সুহেলকে নিয়ে চলে যান। এ সময় সুহেলকে কেন নিয়ে যাচ্ছেন—জানতে চাইলে তাঁরা জানান, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুহেলের ওপর গত ২৩ মে বিকেলে বাংলাবাজার এলাকায় হামলা করা হয়েছিল।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জগন্নাথে ছাত্রীকে যৌন নিপীড়ন, আরেক শিক্ষক বরখাস্ত
৭ দিনের আশ্বাসের তদন্ত রিপোর্ট জমা পড়েনি ১৭ দিনেও
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
সাত দিনেও প্রতিবেদন দেয়নি তদন্ত কমিটি, যা বললেন অবন্তিকার মা
X
Fresh