• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাক্ষাৎ শেষে কারও সঙ্গে কথা বললেন না খালেদার স্বজনরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ জুন ২০১৮, ১৯:৩০

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা। প্রায় সোয়া ঘণ্টা সাক্ষাতের পরে কারাগার থেকে বের হয়ে যান তারা।

কারাগারে যারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন তারা হলেন- বোন সেলিনা ইসলাম, ভাইয়ের স্ত্রী নাসরিন সাঈদ, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান, ভাগ্নে মাসুদ ও ডা. মামুন।

সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় কারাফটকে খালেদার স্বজনরা কারও সঙ্গে কথা বলেননি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের সাজা হয় খালেদা জিয়ার। সেদিন থেকে পুরান ঢাকার ওই কারাগারে রয়েছেন তিনি।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh