• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দ্বিগুণ ভোটে গাজীপুরে জয়লাভ করবে নৌকা: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৮, ২৩:০০

দ্বিগুণ ভোটে গাজীপুরে জয়লাভ করবে নৌকা প্রতীক। অব্যাহত উন্নয়নের কারণেই জনগণের এ অকুণ্ঠ সমর্থন। বিভিন্ন কেন্দ্র থেকে প্রকাশিত ফলাফল দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রত্যাশা করেন।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, গাজীপুর এবং নয়া পল্টন সকাল থেকে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। আদতে এর কোন ভিত্তি নেই। অভিযোগ করা বিএনপির অভ্যাস। পুরনো এবং মুখস্থ কিছু কথা তারা অতীতের মতো আজকেও বলেছে। তাদের এজেন্টরা যদি নাই আসে তাহলে কি করে বের করে দেয়া হয়, প্রশ্ন কাদেরের? হেরে গেলেই অশ্রাব্য অভিযোগ করে বিএনপি।

কাদের বলেন, উন্নয়ন আর অগ্রযাত্রার প্রতি জনগণের এ সমর্থন জাতীয় নির্বাচনেও অব্যাহত থাকবে বলে আশা করি।

নির্বাচন কমিশন সরকারের সঙ্গে মিলে প্রতারণা করছে মর্মে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে গণতন্ত্র প্রতারিত হয়নি, গাজীপুরের মানুষ প্রতারিত হয়নি। বিএনপি এ ধরনের নেতিবাচক কথাবার্তা বলতে থাকলে ভবিষ্যতে তাদের ভোট আরও কমবে।

এমসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh