• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাজশাহী সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী ওয়াসিউর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৮, ২২:০৪

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের রাজশাহী মহানগর কমিটির সহ-সভাপতি মো. ওয়াসিউর রহমান।

জাতীয় পার্টির যুগ্ম-দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান বিষয়টি আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত বলেন, আজ মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি, হুসেইন মুহম্মদ এরশাদ রাজশাহী সিটি করপোরেশন মেয়র প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।

রাজশাহী সিটি করপোরেশনের ৩০ জুলাইয়ের নির্বাচনে মো. ওয়াসিউর রহমান লাঙল প্রতীক নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন ভোট গ্রহণের দিন নির্ধারণ করে নির্বাচনী সময়সূচি অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১৩ জুন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থিতা প্রত্যাহার ৯ জুলাই।

আগামী ১০ জুলাই এ সিটি নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হবে নির্বাচনী প্রচার।

রাজশাহী সিটি করপোরেশনে ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ৪৬ জন। এ সিটিতে পুরুষের চেয়ে মহিলা ভোটার ৪ হাজার ৭২০ জন বেশি।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
রাজশাহীতে আবাসন ব্যবসার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
রাজশাহীতে ৫ টাকায় ডিম, ৭৫ টাকায় মিলবে দুধ 
সাপ আতঙ্কে পুলিশ!
X
Fresh