• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিএনপিকে মাঠে থাকার পরামর্শ দিয়েছেন সিইসি: আলাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৮, ১৪:৪৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের শেষ পর্যন্ত মাঠে থাকার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে মঙ্গলবার দুপুরে সিইসির সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।

আলাল বলেন, খুলনা সিটি নির্বাচনের মতো গাজীপুর সিটি নির্বাচনের শুরু থেকেই সেখানকার পুলিশ সুপারকে প্রত্যাহার করার কথা বললেও তা আমলে নেয়নি নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, আমাদের কাছে এখনও পর্যন্ত যে তথ্য আছে তাতে, পুলিশ, ডিবি পুলিশ ও সাদা পোশাকপরা পুলিশের নেতৃত্বে ২১টি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেক জায়গায় আমাদের প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভেঙে গুড়িয়ে দিয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: নির্বাচন বন্ধের দাবি হাসান উদ্দিন সরকারের
--------------------------------------------------------

আলাল আরও বলেন, আমাদের অভিযোগ গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসারকে জানিয়েছি। তারা কোনও পদক্ষেপ না নেয়নি। তাই সে কথাটিই প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি।

ক্ষোভ প্রকাশ করে আলাল বলেন, ইসির মোবাইল টিম, মনিটরিং টিম থেকে আমরা কোনও সহযোগিতা পাচ্ছি না।

প্রতিনিধি দলে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ছাড়াও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিইসির বেতন-ভাতা প্রসঙ্গে যা জানালেন মন্ত্রিপরিষদ সচিব
আলালের বাসায় মির্জা আব্বাস
দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
বেশি কথা বললে হাটে হাঁড়ি ভেঙে দেবো, বিএনপিকে কাদের
X
Fresh