• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইভিএমে দারুণ খুশি ভোটাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ জুন ২০১৮, ১১:১৬

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার ৬টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট নিচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৮ নং ওয়ার্ডের রানী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র অন্যতম। এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন জেসমিন নাহার। তিনি প্রথমবার ইভিএমের মাধ্যমে ভোট দিলেন।

ভোট শেষে দারুণ খুশি মনে হলো তাকে। ভোট দিতে কেমন লাগলো, এমন প্রশ্নে বড় একটা হাসি দিলেন। 'আগে এরকম দিইনি। এত সহজে ভোট দেয়া যায়। খুবই কম সময় লাগে। কয়েকটা টিপ দিতেই ভোট হয়ে গেলো।

---------------------------------------------------
আরও পড়ুন : খালেদার জামিন বহাল
---------------------------------------------------

গৃহিনী করিমন বেওয়াও জানালেন, উচ্ছাসের কথা। তিনি বলেন, 'নতুন মেশিন দেখলাম। বেশ ভালো লাগলো। কোনো সমস্যা হয়নি। খুবই ভালো লেগেছে।’

তিনি বলেন, 'শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই বললেই চলে। সবাই এসেই সঙ্গে সঙ্গে ভোট দিতে পারছে।’

এ বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তা মোস্তফা ফারুক আরটিভি অনলাইনকে জানান, 'এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আশা করি শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে হবে। ভোটাররাও বেশ খুশি। আমরাও দারুণ খুশি।’

নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে ২৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। নির্বাচনের সার্বিক নিরাপত্তার জন্য বিজিবি, র‌্যাব, পুলিশ, এবিবিএন, আনসারসহ আইনশৃংখলা বাহিনীর প্রায় ১১ হাজার সদস্য মোতায়েন রয়েছে।

নগরীর ৫৭টি ওয়ার্ডে পুলিশ ও আনসারের সমন্বয়ে ৫৭টি স্ট্রাইকিং ফোর্স, সংরক্ষিত আসনে ২০টি স্ট্রাইকিং ফোর্স রয়েছে। এছাড়া ৫৭টি ওয়ার্ডে ৫৭টি এবং অতিরিক্ত একটিসহ মোট ৫৮টি টিম মোতায়েন রয়েছে।

প্রতি দুইটি ওয়ার্ডে এক প্লাটুন করে মোট ২৯ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এদের মধ্যে ৭ প্লাটুন কোনাবাড়ি ও কাশিমপুর এলাকায়, ১০ প্লাটুন টঙ্গী এলাকায় এবং ১২ প্লাটুন জয়দেবপুর, বাসন চান্দনা চৌরাস্তা ও কাউলতিয়া এলাকায় দায়িত্ব পালন করছে।

এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ান আনসার সমন্বয়ে ৫৭টি ওয়ার্ডে ৫৮টি মোবাইল ফোর্স, ২০টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত রয়েছে।

নির্বাচনের আগে ও পরে চার দিন ৫৭টি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। আরো ১০ জন অতিরিক্ত হিসেবে সর্বমোট ৬৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন।

আরও পড়ুন :

ভোট দিলেন বিএনপি প্রার্থী হাসান

১০ কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হয়েছে, অভিযোগ বিএনপি প্রার্থীর

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইভিএমে আঙুলের ছাপ মিলছে না, ভোট দিতে পারছেন না বয়স্করা
ইভিএমে ভোগান্তির অভিযোগ মেয়র প্রার্থীর
কুমিল্লা সিটিতে ভোটার উপস্থিতি কম
X
Fresh