• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৬ মাসের মধ্যে নতুন পরিবেশ সৃষ্টি হবে: মওদুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জুন ২০১৮, ১৭:২৪

আগামী ছয় মাসের মধ্যে নতুন পরিবেশ সৃষ্টি করতে হবে। এই পরিবেশ সৃষ্টির মাধ্যমে সরকার সমঝোতায় বাধ্য হবে।

বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘আদর্শ নাগরিক দল’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, আমরা গণতন্ত্র হারিয়েছি, মৌলিক অধিকার হারিয়েছি, ভোটের অধিকার হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, গণমাধ্যমের স্বাধীনতা হারিয়েছি। বিচার বিভাগের স্বাধীনতা হারিয়েছি। আমাদের যে মৌলিক অধিকার তা থেকে বঞ্চিত।

--------------------------------------------------------
আরও পড়ুন : খালেদা চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই: এরশাদ
--------------------------------------------------------

তিনি আরও বলেন, সুতরাং আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী এদেশের মানুষের জন্য? আমরা কখন সেটা অর্জন করতে পারবো, কীভাবে অর্জন করতে পারবো। এটা ভবিষ্যত বাণী করা সম্ভবপর নয়। তবে দেশের মানুষের কথা শুনতে হবে। তারা চায় একটা পরিবর্তন।

তারা চায় তাদের ভোটের অধিকার ফিরে পেতে, গণতান্ত্রিক রাজনীতির চর্চা বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মওদুদ বলেন, পরিবেশটা কী? পরিবেশ হলো এমনটা পরিবেশ সৃষ্টি করা যাতে সকল শ্রেণির মানুষ, গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের যে কোনও শ্রমজীবী মানুষ যাতে তারা নিঃসঙ্কোচে তারা মনে করতে পারে যে; এবার এমন একটা পরিবেশ আছে, তারা আগামীতে নির্বাচনে পছন্দমতো প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh