• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার চেয়ে এরশাদই যোগ্য প্রতিদ্বন্দ্বী: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জুন ২০১৮, ১৩:৪৮
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত- সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনও চিন্তাভাবনা নেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। তবে তিনি বলছেন, আমার আসনে (সিলেট-১)খালেদা জিয়া ও এরশাদ প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে।

আর এমনটি হলে তিনিও নির্বাচনে অংশ নিতে পারেন। তবে এই আসনের জন্য খালেদা জিয়ার চেয়ে এরশাদকেই যোগ্য প্রতিদ্বন্দ্বী মনে করেন এম এ মুহিত।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর কারণ হিসেবে মুহিত বলেন, এরশাদের সময় সিলেটে অনেক উন্নয়ন হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছেন। মানুষ স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পেরেছেন।

এম এ মুহিত এর আগে বহুবার আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে সাফ জানিয়েছেন। তবে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী চাইলে সেটা হবে ভিন্ন কথা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
সিলেটে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
সিলেটে ২ মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ৩
X
Fresh