• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন স্বজনরা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০১৮, ১৭:২৩

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্বজনেরা। শনিবার ঈদের দিন বিকেলে কারা কর্তৃপক্ষ স্বজনদের সাক্ষাতের অনুমতি দেয়।

চারটি গাড়িতে করে দুপুর পৌনে একটার দিকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আসেন খালেদা জিয়ার ২০ স্বজন। কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে চেকিং করে দুপুর সোয়া দুইটার দিকে তাদের ভেতরে প্রবেশ করানো হয়। এরপর বিকেল চারটার দিকে তারা বেরিয়ে যান।

কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার ভাই শামীম ইস্কান্দার, শামীমের স্ত্রী কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দার, ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনসহ মোট ২০ সদস্য সাক্ষাৎ করেন।

স্বজনেরা খালেদা জিয়ার জন্য খাবার ও ঈদসামগ্রী নিয়ে আসেন। সেগুলো নিয়ে গিয়ে তারা কারাগারের ভেতরে এক সঙ্গে খাবার খান বলে জানা গেছে।

এর আগে অনুমতি না মেলায় খালেদা জিয়ার সঙ্গে দেখা না করেই ফিরে যান বিএনপির সিনিয়র নেতারা। দুপুর ১২টার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকসহ সিনিয়র নেতারা কারা ফটকে আসেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অনুমতি নেই। এজন্য খালেদা জিয়ার সঙ্গে তাদের দেখা করতে দেয়া হয়নি।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
‘সরকারের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে’
‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমি আলোচনায় বসতে প্রস্তুত’
X
Fresh