• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

খালেদার সঙ্গে দেখা করতে দুপুরে কারাগারে যাবেন সিনিয়র নেতারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুন ২০১৮, ১২:২৫

পবিত্র ঈদুল ফিতরের দিন পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবেন দলটির সিনিয়র নেতারা।

আজ শনিবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতারা কারাগারে যাবেন।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে যাবেন বিএনপির সিনিয়র নেতারা।

প্রতিবছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন সর্বস্তরের জনগণ ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু এ বছর তিনি কারাগারে থাকায় বিএনপির ওই কর্মসূচি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

গেলো ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই বেগম খালেদা জিয়াকে আদালত থেকে নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কর্তন, স্ত্রী কারাগারে 
বিএনপি নেতা হাবিব কারাগারে
X
Fresh