• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামলেই খালেদা জিয়ার কারামুক্তি সম্ভব’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জুন ২০১৮, ২৩:০১

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দুঃখের কথা, আফসোসের কথা বলে মানুষের মন গলানো যাবে না। বিএনপি নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির কোনও পথ নেই।

রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে শনিবার সন্ধ্যায় ‘গণতন্ত্র ও আইনের শাসনের অভাবে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা’শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন। বিএনপিপন্থি ‘শিক্ষক-কর্মচারী ঐক্যজোট’ এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

কয়েক বছর আগে আওয়ামী লীগের পদ হারানোর পর ‘নাগরিক ঐক্য’ নামে নতুন দল গড়েন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, ‘ঐক্যের জন্য আমরা কাজ করছি। আমি মনে করি, এ রকম ঐক্য সঠিক সময়ে সঠিকভাবে গড়ে উঠলে উঠতেও পারে। তার মানে এই নয় যে, আপনারা (বিএনপির নেতাকার্মীরা) তাদের জন্য বসে থাকবেন। যেইভাবে কোটার দাবিতে ছাত্ররা নেমেছিল, যেভাবে এই দেশের পেশাজীবীরা নেমেছিলেন, তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে রাজপথে নামতে হবে। তাহলেই এরা মাথা নত করবে। তবেই আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলের তালা ভেঙে বীরের বেশে ফিরে আসতে পারবেন। তা না হলে শুধু দুঃখের কথা বলে, আফসোসের কথা বলে মানুষের মনকে গলাতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘এরা (আওয়ামী লীগ) মানুষ মেরে লাশের উপর দিয়ে আবার ক্ষমতায় যেতে চায়। বাঁচতে যদি চান, তাহলে লড়াই করবার জন্য প্রস্তুত হন। যে সরকারকে মানুষ মেরে লাশ ফেলে রাখবার পরেও জবাবদিহি করবার দরকার হয় না, তাদের ভোটের দরকার নাই। বেগম জিয়া যদি মৃত্যুবরণও করেন, তাদের হৃদয় এতটুকু বিচলিত হবে না। কাজেই লড়াই করতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অনেকবার অনেক কথা বলেছেন। আপনাদের মনে কষ্ট দেবার জন্য বলছি না। যদি মনে করেন, বিএনপি একটা বড় দল অথবা বিএনপি অন্যান্য দলকে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি দিলেই বিজয়ের পানে ছুটে চলবেন, তাহলে ভুল করবেন। এ রকম একটা জবরদস্তিমূলক সরকারের বিরুদ্ধে লড়াই করবার জন্য সর্বব্যাপী ঐক্য লাগবে। এই যে একটার পর একটা জামিন বাতিল করা হচ্ছে, নতুন নতুন মামলা দেয়া হচ্ছে বেগম জিয়ার নামে- এটা কত বড় অন্যায়! বিচার বিভাগ তার জবাব দেবে না। কারণ সরকারের জবাবদিহিতা নাই। তবে আমি মনে করি, উনি (খালেদা জিয়া) বিজয়ীর বেশেই বেরিয়ে আসবেন।’

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক আলাপ হয়নি : মির্জা ফখরুল
ঈদের শুভেচ্ছা জানাতে খালেদা জিয়ার বাসভবনে বিএনপি নেতারা
যেভাবে কাটছে খালেদা জিয়ার ঈদ
X
Fresh