• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এটা কল্পলোকের বাজেট: এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৯:৩৭

আমরা মনে করি, এটা কল্পলোকের বাজেট। এ বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে।

বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এইচ এম এরশাদ বলেন, চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট। তার মধ্যে এক লাখ ২৫ হাজার কোটি টাকা ঘাটতি। ঘাটতি কীভাবে পূরণ করা যায় তার কোনো প্রস্তাব রাখা হয়নি।

এরশাদ বলেন, ব্যাংক খাতে লুটপাট হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। সে টাকা পূরণ করছে জনগণের টাকা দিয়ে। এর চেয়ে বড় অন্যায় আর কী হতে পারে? আমরা বলি এ বাজেট বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে। সরকারের পক্ষে বড় চ্যালেঞ্জ হবে।

ডিজিটাল পদ্ধতিতে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এটি বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের শেষ বাজেট এবং অর্থমন্ত্রীর ব্যক্তিগত ১২তম বাজেট।

বাজেট উপস্থানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
X
Fresh