• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ২১:৫২

প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে টেলিফোনে কথা হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসুস্থ প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

একইসঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

এ বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা এসেছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

সফরকালে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরকারি পর্যায়ের বৈঠকে ফিলিস্তিনি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাহমুদ আব্বাস।

তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকও করেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
‘মানুষ এখন ডাল-ভাত নয়, মাছ-মাংস নিয়ে চিন্তা করে’
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ট্রাফিক তেজগাঁও বিভাগের ব্যবস্থাপনার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী
X
Fresh