• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে: মোরশেদ আলম

নোয়াখালী প্রতিনিধি

  ১৯ মে ২০১৮, ২৩:৫৩

নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম বলেছেন, আজকের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। বিশ্ব দরবারে দেশকে উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরতে হবে।

শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে বীরবিক্রম শহীদ তরিক উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের ১ম বর্ষের ভর্তি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বীরবিক্রম শহীদ তরিক উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্য এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক তুলে দেন এবং লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেলের ১ম বর্ষের ভর্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী 
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
X
Fresh