• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এখন জাতীয় ঐক্য বেশি প্রয়োজন: মির্জা ফখরুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৮, ২২:৪৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে চরম সংকট চলছে। এ সংকট উত্তরণে জাতীয় নেতাদের অবদান রাখা জরুরি। দেশের এই পরিস্থিতিতে জাতীয় নেতারাই নেতৃত্ব দেবেন। এ জন্য এখন জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন।

ঢাকার লেডিস ক্লাবে শনিবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই ইফতারের কেন্দ্রবিন্দুতে থাকেন ১৬ কোটি মানুষের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি আমাদের মাঝে আজ উপস্থিত নেই। এই সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে তাকে ইফতার করতে হচ্ছে। দেশের এই দুঃসময়ে সবার প্রত্যাশা জাতীয় নেতারা এই সংকট উত্তরণে নেতৃত্ব দেবেন। এখন জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করি।’

মঞ্চে এসময় উপস্থিত ছিলেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ স্থায়ী কমিটির সদস্যরা এবং ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, ফরহাদ হালিম ডোনার, যুগ্মমহাসচিব মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ, মাহমুদ হাসান খান বাবু, কাজী আবুল বাশার, শায়রুল কবীর খান, শিরিন সুলতানা, ব্যারিস্টার কায়সার কামাল, ফাওয়াজ হোসেন শুভ, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

অপরদিকে অতিথির সারিতে বসে ইফতার করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব, সাধারণ সম্পাদক আবুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই মুহূর্তে সংলাপের কোনো প্রয়োজনীয়তা নেই : কাদের
ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবির সোহেলকে বাঁচাতে বিপুল অর্থের প্রয়োজন
অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজন যেসব সতর্কতা
‘রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে সরকার’
X
Fresh