• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দলবাজির জন্য সরকারি কর্মকর্তারাও দায়ী: তথ্যমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মে ২০১৮, ২০:২৬

রাজনীতিবিদদের অবশ্যই দলবাজি থেকে বেরিয়ে আসতে হবে। দলবাজির জন্য রাজনীতিবিদরা দায়ী আবার সরকারি কর্মকর্তারাও দায়ী। সুশাসনের জন্য দলবাজি থেকে বেরিয়ে আসতে হবে।

বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, প্রকৌশলী সমাজ সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে মূল ভূমিকা পালন করছে। উন্নয়নের সঙ্গে যদি নৈতিক উন্নয়ন না হয়, তাহলে আমরা আবার হোঁচট খাবো।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিরপেক্ষ নন। আপনারা বাংলাদেশের পক্ষে। উন্নয়ন আর মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের পক্ষে, সংবিধানের মূল চার নীতির পক্ষে। সুতরাং আপনারা নিরপেক্ষ বলে মুক্তিযোদ্ধা ও রাজাকারকে যদি এক পাল্লায় মাপেন, তবে প্রকারান্তরে আপনারা পাকিস্তানের পক্ষে।

আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ, ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শিবলু), ইআরসি'র সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু প্রমুখ।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
শিল্পমন্ত্রীকে বিদায় করার আহ্বান ইনুর
নিত্যপণ্যের বাজার লুটেরা মাফিয়া-সিন্ডিকেটের নিয়ন্ত্রণে : ইনু
‘শরীফার গল্প’ ছেঁড়ায় শিক্ষককে গ্রেপ্তারের দাবি জাসদের
X
Fresh