• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এই সরকার আফ্রিকার জঙ্গলের সরকার: মঈন খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মে ২০১৮, ২১:২২

সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র ছাড়া কোনো জাতি সভ্য হতে পারে না। এই সরকার আফ্রিকার জঙ্গলের সরকার। এরা কোনো সভ্য সরকার নয়।

বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রজন্ম-৭১ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : মেয়র খালেকের শূন্য আসনে নির্বাচন ২৬ জুন
--------------------------------------------------------

ড.আব্দুল মঈন খান বলেন, আমরা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে এই অবৈধ সরকারকে উৎখাত করবো। আমরা তাদের দেখিয়ে দেবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেও ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা যায়।

মঈন খান বলেন, গণতন্ত্রের জন্য উন্নয়ন ও উন্নয়নের জন্য গণতন্ত্র দরকার। বর্তমান ইসির কাঠামো দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণকে ঐক্যবদ্ধ করে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আসুন সরকারকে আলাদা করে দিয়ে সব গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করি। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে এই অবৈধ সরকার নির্বাসনে যেতে বাধ্য হবে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, খুলনায় নির্বাচন নয়, প্রহসন হয়েছে। নির্বাচনের নামে ধোকাবাজি বিশ্বের কাছে তুলে ধরেছে মিডিয়া। যে সকল মিডিয় সাহস করে দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে আমি ব্যক্তিগতভাবে তাদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুন :

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
‘রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার ক্ষমতায় থাকতে পারবে না’
‘জুলুম-নির্যাতন করে বিরোধীদল নিশ্চিহ্ন করা যাবে না’
গায়ের জোরে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ মঈন খানের
X
Fresh