• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজ নয়, দুই একদিনের মধ্যে ছাত্রলীগের নতুন কমিটি: জাকির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০১৮, ১৫:৪৯

আজ শনিবার কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হবে না। নতুন নেতৃত্বের নাম গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া হয়েছে। যাচাই বাছাই করে দুই একদিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে।

বললেন ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

শনিবার বিকেলে আরটিভি অনলাইনকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (১২ মে) রাজধানীর আইইবিতে বেলা সাড়ে দশটার পর নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : খুলনায় তালিকাভুক্ত আসামি ছাড়া কেউ আটক হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
--------------------------------------------------------

এ সময় সম্মেলন প্রস্তুত কমিটির নির্বাচন কমিশনের আহ্বায়ক আরিফুর রহমান যাদের বয়স ২৮ বছর অতিক্রম করেছে তাদের প্রার্থিতা বাতিল করেছেন।

কাউন্সিল অধিবেশনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।

পরে ১১টার দিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমাদের দুপুরের খাবারের বিরতি আছে। একই সঙ্গে নেত্রীর পরামর্শ জানতে আমরা গণভবনে যাচ্ছি। সেখান থেকে এসে আমরা আপনাদের সিদ্ধান্ত জানাব। সে পর্যন্ত দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হলো।’

মুলতবি ঘোষণার পর শীর্ষ নেতাদের নিয়ে সোহাগ গণভবনে যান।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, স্যাক্রিফাইস করাটা শিখতে হবে। আমি চাই, তোমরা সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নিয়ে আসো। তোমরা নিজেরাই বসো।’ তিনি নেতৃত্বের বয়স ২৮ বছরও নির্ধারণ করে দেন।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ বছর পর কমিটি পেল বাঙলা কলেজ ছাত্রলীগ
লক্ষ্মীপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গণহত্যা দিবসে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন
জয় বাংলা না বলায় অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা 
X
Fresh