• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রী মারধরের ঘটনায় বাঙলা কলেজ ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ মে ২০১৮, ১৩:২৮

রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সরকারি বাঙলা কলেজ শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন :খালেদার শারীরিক অবস্থার আরও অবনতি: রিজভী
--------------------------------------------------------

প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু না জানালেও ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, কলেজ ছাত্রলীগ সভাপতি মজিবুর রহমান অনিকের বিরুদ্ধে কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি শুভ্রা মাহমুদকে মারধরের ভিডিও প্রকাশিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, ২০১৭ সালের অক্টোবরে অনিক একই কলেজের ১০-১৫ নেতা-কর্মী নিয়ে দারুস সালাম এলাকায় তাঁর ফ্ল্যাটে যান। সেখানে অনিক, সাদেক ও নিঝু তাঁকে মারধর করেন। মারধর করে তাঁকে দারুস সালাম থানায় নিয়ে যান। তাঁকে চার ঘণ্টা থানায় বসিয়ে রাখেন। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

তবে ওই সময় ঘটনার কোনো ভিডিও ফুটেজ শুভ্রা মাহমুদ গত ৩ মা সামাজিক মাধ্যমে প্রকাশ করার পর তোলপাড় শুরু হয়। এরপরই কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
ঢাবিতে ছাত্রলীগের ‘গেস্টরুমে’ অচেতন শিক্ষার্থী, তদন্ত কমিটি গঠন
রুমা ছাত্রলীগ সভাপতি ভান মুন নোয়াম বমকে বহিষ্কার
তীব্র তাপদাহে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ
X
Fresh