• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ এপ্রিল ২০১৮, ২২:০০

এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়নের আভাস পাচ্ছি আমরা। সরকারের মদদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষের গড়িমসি, অবহেলা ও উপেক্ষার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমরা গত কয়েকদিন ধরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে অবহিত করেছি। আজ (শুক্রবার) বিকেলে বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তাকে দেখতে গেলেও অসুস্থতার জন্য কারা কার্যালয়ে দেখা করতে পারেননি।

রিজভী দাবি করেন, খালেদা জিয়ার পা, হাঁটুসহ সারা শরীরে ব্যথা এতটাই তীব্র হয়েছে যে, তিনি তার জেল কক্ষ থেকে ওয়েটিং রুম পর্যন্তও আসতে পারেননি।

তিনি বলেন, আজ বিকেল সোয়া চারটা থেকে প্রায় দেড়ঘণ্টা অপেক্ষা করার পর কারা কর্তৃপক্ষের লোকেরা পরিবারের লোকজনদেরকে জানায়, বেগম জিয়া অসুস্থতার কারণে দেখা করতে পারবেন না। সুতরাং কারা কর্তৃপক্ষও স্বীকার করলো যে, বেগম জিয়া অসুস্থ।

তিনি আরও বলেন, আমরা দেশনেত্রীর অসুস্থতার বিষয়ে কারা কর্তৃপক্ষের অবহেলা ও গড়িমসি নিয়েও বারবার আপনাদের মাধ্যমে অবহিত করেছি। কিন্তু কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। বরং কারা কর্তৃপক্ষ দেশনেত্রীকে নিয়ে সরকারের অশুভ পরিকল্পনা বাস্তবায়ন করার সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।

জেল কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদেরও তার সাথে দেখা করতে দিচ্ছেন না বলে অভিযোগ তোলেন তিনি।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশিত মেডিকেল বোর্ডও বেগম জিয়াকে অর্থোপেডিক বেড দেয়ার জন্য যে সুপারিশ করেছিল সেটিও কারা কর্তৃপক্ষ সরবরাহ করেনি। এই ঘটনায় সরকার প্রধানের এক সর্বব্যাপী প্রতিহিংসা ও বিদ্বেষের প্রতিফলন ফুটে উঠছে। স্বামীহারা, সন্তানহারা ও অন্যায়ভাবে কারাবন্দী করে বর্ষীয়ান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্যাতন করা ক্ষমতাসীনদের নীচ রাজনৈতিক চরিত্রেরই বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি সুচিকিৎসার জন্য তার পছন্দানুযায়ী ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার কথাও বললেন এই নেতা।

কেএইচ/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুপুরের মধ্যেই যেসব অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
সন্ধ্যার মধ্যে যেসব জায়গায় শিলাবৃষ্টির আভাস
ঢাকাসহ চার বিভাগে বজ্র ও শিলাবৃষ্টির আভাস
রাতেই যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
X
Fresh