• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সারাদেশেই রাস্তার অবস্থা খারাপ: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৮, ১৯:১৯

দেশের রাস্তাগুলো ধ্বংস হওয়ায় মানুষের কষ্ট, এটা সবচেয়ে প্রকট। সারাদেশেই রাস্তার অবস্থা খারাপ। দেশের বদনামও এই জন্যই।

বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত।

বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল ‍মুহিত বলেন, আমরা এ থেকে উত্তরণের চেষ্টা করছি। এজন্য রাস্তার গ্রেডিং আন্তর্জাতিক মানের করা হচ্ছে।

তিনি বলেন, গাড়ি চলাচলে যাতে দেশে একটি সিস্টেম প্রবর্তিত হয়, সেজন্য রাস্তায় বড় গাড়ি চলাচল নিয়ন্ত্রণে আনারও উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, রাস্তা যারা তৈরি করবে, তাদেরকে তিন বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার একটা পরিকল্পনাও আছে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh