• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এতো বড় মিছিল ২৫-৩০ বছরে দেখি নাই: মওদুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ২১:৫৯

আজকে কোটা আন্দোলনের আমি একটা বিরাট মিছিল দেখলাম। এতো বড় মিছিল আমি গত ২৫-৩০ বছরে দেখি নাই। বাংলাদেশ হওয়ার আগে ৬৯ সালে গণঅভ্যুত্থানের সময় দেখেছিলাম। এক ঘণ্টা লেগেছে ওই মিছিলটা যেতে।
বললেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারীরা
--------------------------------------------------------

মওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ব্যবস্থা বাতিলের যে ঘোষণা দিয়েছেন তাতে সরকারের পরাজয় এবং জনগণের বিজয় হয়েছে। এই আন্দোলনের মতো বিএনপিকে গণআন্দোলন গড়তে হবে।

তিনি বলেন, এমন গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার ব্যবস্থা কায়েম করতে হবে। বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে এই সরকারের পরিবর্তন ঘটাতে হবে।

মওদুদ আহমদ বলেন, প্রথম দিকে ছাত্রীরা ছিল, পরে ছাত্ররা। তিনি বলেন, এটা কেন? কিসের জন্য? এই যে কোটা আন্দোলন, কোটা আন্দোলনকে আমি কিভাবে দেখি বলি, এই কোটা আন্দোলন ছাত্র সমাজের এই সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের একটি প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, এটা শুধু কোটা নয়। তাদের মনে অনেক ক্ষোভ। কারণ তারা তো ছাত্র-ছাত্রী। তারা তো দেখছে, দেশ কিভাবে চলছে, দেশে কি ধরনের গণতন্ত্র আছে তারা তো বোঝে।

আরও পড়ুন :

এসজে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh