• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাজপথে ময়মনসিংহের শিক্ষার্থীরাও

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ১৫:২২

কোটা সংস্কার আন্দোলন সারাদেশের ধারাবাহিকতায় ময়মনসিংহেও চলছে।

আন্দোলনের চতুর্থ দিনে বুধবার সকাল ১০টা থেকে শহরের বাইপাস মোড় এলাকায় আন্দোলনকারীরা অবস্থান নেন।

বৃষ্টি ও প্রচণ্ড রোদ উপেক্ষা করে শিক্ষার্থীদের স্লোগান দিচ্ছেন।

প্রথমে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে সমাবেশ শুরু করলে পুলিশ ও ছাত্রলীগের বাধায় পরে। পরে

শিক্ষার্থীরা বাইপাস মোড়ে গোলচত্বরে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

পুলিশ ও ছাত্রলীগকে একসঙ্গে অবস্থান করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করতেও দেখা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী এবি তাহসিন আরটিভি অনলাইনকে জানান, বাইরে থেকে কোনো বক্তব্য দিয়ে আমাদের বিভ্রান্ত করা যাবেনা এবং যতক্ষণ পর্যন্ত না প্রধানমন্ত্রী নিজ মুখে কোটা সংস্কারের ঘোষণা না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।

আন্দোলনে যেসব শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদের যা ক্ষতি হয়েছে তার দায়ভার ও ক্ষতিপূরণ রাষ্ট্রকে বহন করার দাবি জানান তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh