• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

উপাচার্যের বাসায় তাণ্ডব চালিয়েছে শিবির-ছাত্রদল: ছাত্রলীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ এপ্রিল ২০১৮, ১৬:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় আন্দোলনকারীদের মধ্যে লুকিয়ে থাকা শিবির ও ছাত্রদলের সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২৫ মার্চের কালরাতের মতো তাণ্ডব চালানো হয়েছে ঢাবি উপাচার্যের বাসায়। তার বাড়ির দেয়াল, জানালার কাঁচ, গাড়ি অনেক কিছুই পুড়িয়ে ফেলা হয়েছে। ছাত্রলীগের সকল নেতাকর্মীদের জন্যই ওইদিন আমাদের উপাচার্য ও তার পরিবার প্রাণে বেঁচে গিয়েছিলেন। আমরা চাই আন্দোলনকারী যারাই হোক, তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হোক।

--------------------------------------------------------
আরও পড়ুন : কোটা সংস্কার নিয়ে সোমবারের আলোচনা তামাশা: রিজভী
--------------------------------------------------------

সোহাগ বলেন, গত ৮ তারিখ তারা (কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীরা) আন্দোলনের নামে যা করেছে, সেটা কোনো আন্দোলন হতে পারে না। এছাড়া তারা একজন মানুষ মারা গেছে বলে গুজব ছড়িয়েছে অথচ তিনি মারা যাননি। কোটা সংস্কার আন্দোলনে নিহত হওয়ার গুজব তুলে ইমরান এইচ সরকার ফেসবুকে প্রোপাগান্ডা চালিয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা এবং উপাচার্য বাসভবনে হামলাকারীদের শাস্তির দাবি জানান ছাত্রলীগ সভাপতি।

চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে রোববার রাতে ঢাকার শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে রাত দেড়টা থেকে আড়াইটার মধ্যে ভিসির বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।

আরও পড়ুন :

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অক্ষরের বিদায়ের পর পান্থের তাণ্ডব, বড় পুঁজি দিল্লির
সূর্যের তাণ্ডব আর শেষের রোমাঞ্চে মুম্বাইয়ের দাপুটে জয়
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৪
পিরোজপুরে ঝড়ের তাণ্ডব : ২ দিন পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ
X
Fresh