• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোটা সংস্কারের দাবিতে ময়মনসিংহের বাম ছাত্রজোটের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৯ এপ্রিল ২০১৮, ২১:৩২

দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়েছে ময়মনসিংহে ক্রিয়াশীল বামপন্থী ছাত্র সংগঠনগুলো। সোমবার বিকেলে তারা প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে এ বিক্ষোভ করে।

বিকেল ৫টায় শহরের মালগুদাম থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মালগুদাম এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আশজাদুল বোরহান তাহসিন, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি মঞ্জুরুল হাসান খান মনি, জেলা ছাত্র ফেডারেশনের অমিত হাসান দীপু প্রমুখ।

--------------------------------------------------------
আরও পড়ুন : ‘আন্দোলন চলবে, প্রজ্ঞাপন জারি হওয়ার আগ পর্যন্ত’
--------------------------------------------------------

সমাবেশে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে আন্দোলনকারীদের ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে কোটা সংস্কার প্রয়োজন। অবিলম্বে আহতদের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের দাবি জানান।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh