• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

আ.লীগের ক্ষমতার উৎস জনগণ, বিএনপির বন্দুকের নল: কাদের

ফেনী প্রতিনিধি

  ০৬ এপ্রিল ২০১৮, ১৮:২৭
ফাইল ছবি

আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ আর বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল। তারা (বিএনপি) বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় এসেছে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাস পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশ-মাটি ও বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগ দেশের মানুষের ভোটে সরকার গঠন করেছে, বন্দুকের নল উঁচিয়ে নয়।

তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দি করেছেন আদালত, মুক্তিও দিতে পারেন আদালত। আদালতের স্বাধীনতার হস্তক্ষেপে সরকারের কোনো অভিপ্রায় নেই। বিএনপি ক্ষমতায় এসে সর্বপ্রথম সামরিক শাসন জারি করে। তারা সামরিক শাসন থাকা অবস্থায় সরকার গঠন করে রাজনীতিতে পা রেখেছে।

তিনি আরও বলেন, বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে দিয়ে দল চালাচ্ছে।

রেলওয়ে ওভারপাসটির বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছরের ১৫ মে’র মধ্যে এর কাজ অর্ধেক সম্পন্ন হবে। জুলাইয়ের মধ্যে পুরোপুরি কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

এসময় ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উক্য সিং, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজিসহ ওভারপাস নির্মাণ প্রকল্পের সেনাবাহিনীর ২০ ব্যাটালিয়নের ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : কাদের
আওয়ামী লীগের যৌথসভা আজ
বিএনপির পর আ.লীগের সমাবেশও স্থগিত
আওয়ামী লীগের যৌথ সভা মঙ্গলবার
X
Fresh