• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইন প্রস্তুত: আইনমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ এপ্রিল ২০১৮, ১৬:০৭

জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে। মন্ত্রী পরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে।

বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দুদক সেখানে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ জামিন স্থগিত করেন। এখানে সরকারের কিছু করার নেই।
--------------------------------------------------------
আরও পড়ুন: বল ভেবে বোমা কুড়িয়ে ক্ষতবিক্ষত শিশু
--------------------------------------------------------

মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা করছে তা রাজনৈতিক বোমাবাজি।

পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন।

সমিতির সভাপতি মো.আফিল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান তালুকদারের পরিচালনায় আলোচনা সভার অতিথি ছিলেন- সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আইন বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ।

আরও পড়ুন:

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে ২৫ মার্চের মধ্যে সিদ্ধান্ত’
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ
শ্রম আইন সংশোধনে তাড়াহুড়ো না করার আহ্বান আইএলও’র
দেশে ৬৪৮ এমপি নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
X
Fresh