• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে বিএনপি

অনলাইন ডেস্ক
  ২৭ মার্চ ২০১৮, ১২:০০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির তিন নেতা বৈঠক করছেন।বিএনপির অপর দুই নেতা হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আগামী ২৯ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতির বিষয়ে কথা হবে বলে জানা গেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘উন্নয়নশীল’ মর্যাদাই প্রমাণ করে বাংলাদেশের অগ্রগতি: কাদের
--------------------------------------------------------

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ জনসভার করবে দলটি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি এবং ১২ ও ১৯ মার্চেও একই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে তিনবারই দলটিকে অনুমতি দেয়নি পুলিশ।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেয়া, সমাবেশ থেকে কর্মীদের হুটহাট গ্রেপ্তার না করা এবং বিএনপিকে যেন স্বাভাবিক রাজনীতি করতে দেয়া হয়-এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানানো হতে পারে।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি-জামায়াতের ৭০ নেতা
উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির
X
Fresh