• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

স্বাধীনতা দিবসে শিবিরের শোভাযাত্রা

আরটিভি অনলাইন

  ২৬ মার্চ ২০১৮, ১২:৪২

স্বাধীনতার চেতনা ঐক্যের, বিভক্তির নয়। ৪৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই ব্যানারে রাজধানীতে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আয়োজনে এ শোভাযাত্রায় লাল সবুজে পোষাকে নানান সাজের ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেয় কয়েকশ তরুণ।

সোমবার সকালে রাজধানীর গেণ্ডারিয়া রেল স্টেশন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে জুরাইন মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব ছিলেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মুহাম্মদ মাহফুজুল হক ও মহানগরী সভাপতি শাফিউল আলম।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘জেল থেকে বের হতে আমার কেন এতো সময় লাগছে’
--------------------------------------------------------

শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাহ মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ১৯৭১ সালের এই দিনে এদেশের সাধারণ মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এক সাগর রক্ত এবং অসংখ্য জীবনের বিনিময়ে এদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল। অথচ আজ স্বাধীনতার ৪৭ বছর পার হলেও এদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। বর্তমান সরকার ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

শিবিরের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী ছাত্রশিবির টিকে থাকতে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। জীবন দিয়ে হলেও এদেশে স্বাধীনতা ও সার্বভৌমকে রক্ষা করবে শিবির।

শোভাযাত্রায় মহানগরী সেক্রেটারি কাজী মাসুম সরকারসহ আরও উপস্থিত ছিলেন শিবির নেতা মাঈনুল হাসান হিরা, আহমাদ হোসাইন রাসেল, ইমাম হোসাইন, হাবিবুল্লাহ নোমান, শফিউল্লাহ, মোস্তফা আহমেদ, আমজাদ হোসাইন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৪
বুয়েট শিক্ষার্থী দীপের হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা!
টাইগার শিবিরে আরও একটি দুঃসংবাদ
চট্টগ্রাম টেস্টের আগে লঙ্কান শিবিরে দুঃসংবাদ
X
Fresh