• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় পার্টির সমাবেশ শুরু, সমাবেশস্থলে এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৮, ১১:১০

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। সমাবেশে যোগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকাল সোয়া ১০টায় কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।

সকাল সোয়া ৯টার দিকে সমাবেশস্থলে প্রবেশ করেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ পার্টির অন্যান্য নেতাকর্মীরা মঞ্চে আসেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: নেতাকর্মীদের কী দিক নির্দেশনা দেবেন এরশাদ?
--------------------------------------------------------

এদিকে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল সহকারে প্রবেশ করেন জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় তারা নির্বাচনী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মহাসমাবেশ বর্ণাঢ্য করতে শাহবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ।

সমাবেশে যেন কোনো ধরনের নাশকতা না ঘটে, এজন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না : চুন্নু
জাপার অন্তঃকোন্দলের জন্য সরকারকে দায়ী করলেন জিএম কাদের
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
X
Fresh