• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘এই টাকাগুলো কারা পাঠিয়েছে?’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মার্চ ২০১৮, ২১:৪১

‘বাংলাদেশের চেতনা এখন যত পারো দুর্নীতি করো। যত পারো ব্যাংকের টাকা লুট করো, যত পারো শেয়ার মার্কেট থেকে মধ্যবিত্ত বিনিয়োগকারীদের ধ্বংস করে দাও।’

বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনির্দিষ্ট কারাবাস, অসহায় বিচার ব্যবস্থা : বাংলাদেশ কোন পথে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘এখন এমন একটি শ্রেণি হয়েছে যে তাদের কাছে প্রচুর টাকা, বলাও যায় না যে তাদের এত টাকা কোথা থেকে আসলো, কীভাবে হলো।

এক বছরে ৩৭ হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বাইরে গেছে, স্বাধীনতার চেতনা এটি না হলে কী করে হয়! এই টাকাগুলো কারা পাঠিয়েছে? যারা স্বাধীনতার চেতনার কথা বলে, তাদের মদদপুষ্ট এবং এর অংশীদার।’

মওদুদ আহমদ বলেন, ‘আজকে দেশের অর্থনৈতিক সংকটের অন্যতম কারণ হলো হাজার হাজার কোটি টাকা চলে যাওয়া। নির্বাচন সামনে আসলে আরও টাকা বিদেশে চলে যাবে।

কারণ তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তাদের (আওয়ামী লীগের) পরাজয় অবধারিত এবং তারা নিজেদের সেফটির (নিরাপত্তার জন্য) জন্য আগে থেকেই এই ব্যবস্থা করে রাখছে।’

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh