• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল ৩১ মার্চ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১৭:১৩

আগামী ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পাঁচ সিটি করপোরেশন নিয়ে আলোচনা হয়েছে। এগুলোতে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। তবে আজ বিস্তারিত তফসিল ঘোষণা করা হয়নি। আগামী ৩১ মার্চ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে তফসিল ঘোষণা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সম্ভবত ৫টি সিটির তফসিল এক সঙ্গে হবে না। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের প্রথম সভা আগে হয়েছে। তাই ৩১ মার্চ এ দুই সিটির তফসিল ঘোষণা করা হবে’।

ভোটের তারিখ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখনই বলতে পারবো না। নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে ভোট কবে হবে’।

--------------------------------------------------------
আরও পড়ুন: রিজভী মানসিক বিকারগ্রস্ত, পরীক্ষা দরকার : হাছান মাহমুদ
--------------------------------------------------------

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর, সিলেটের ৮ অক্টোবর এবং বরিশালের ২৩ অক্টোবর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে ভোট করতে হবে।

আরও পড়ুন:

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh