• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার জামিন শুনানি সোমবার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৮, ১২:২৪

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল সোমবার এ বিষয়ে আদেশ দেয়া হবে।

রোববার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলের আবেদনের (লিভ টু আপিল) শুনানি চলে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের পর খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী।
--------------------------------------------------------
আরও পড়ুন: কাদেরের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: রিজভী
--------------------------------------------------------

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করে গেলো ১৪ মার্চ বুধবার আদেশ দেন আপিল বিভাগ। এ সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল আবেদন করতে বলা হয়।

১৫ মার্চ বৃহস্পতিবার হাইকোর্টের দেয়া জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ।

গেলো ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদার ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে দণ্ড দেয়া হয়।

৮ ফেব্রুয়ারি থেকেই নাজিমউদ্দিন রোডের পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আরও পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিনে মুক্তি পেলেন সেই খালেদা, অঝোরে কাঁদলেন মেয়েকে জড়িয়ে
ড. ইউনূসের জামিনের মেয়াদ বাড়াল
শ্রম আপিল ট্রাইব্যুনালে আজ স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
মঙ্গলবার স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস
X
Fresh