• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘খালেদার কারামুক্তি যতোই বিলম্ব হবে, জনপ্রিয়তা ততোই বাড়বে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৮, ১৬:০৮

খালেদা জিয়ার কারামুক্তি যতোই বিলম্বিত হবে, তার জনপ্রিয়তা ততোই বাড়বে। যেদিন তিনি কারাগার থেকে বের হবেন সেই দিন বাংলাদেশের মানুষ রাজপথে বের হয়ে আসবে। সেই জোয়ারে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আসবে। এই সরকারের আতঙ্ক সেটাই।

বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ এ কথা বলেন। নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ‘বাংলাদেশ একধাপ এগিয়ে গেলো’
--------------------------------------------------------

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার চাইছে এককভাবে ভোট করার এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে যাতে কোনো দল আর নির্বাচনে না আসে। তাহলে ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে পারবে। আর সেটি আওয়ামী লীগ আজকে অনেকটা খোলা-মেলাভাবে বলেই দিয়েছে।’

তিনি বলেন, সরকার মনে করে, তাদের নীল- নকশা অনুযায়ী নির্বাচন সম্পূর্ণ হয়ে গেছে। বাকি শুধু আনুষ্ঠানিকতা। এখন শুধু গেজেট নোটিফিকেশন এবং শপথ গ্রহণ হবে। তো করে নেন? আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দরকার আছে বলে আমি মনে করি না।

তিনি বলেন, সরকার আবারও বিরোধী দল বা মতবিহীন নির্বাচনের নীল-নকশা করছে। সেই নীল-নকশাটা হচ্ছে, নির্বাচনে যেন বিরোধী মত না থাকে, তাদের (বিএনপি) নিশ্চিহ্ন করতে হবে।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
X
Fresh