• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধুর জন্মদিনে আমাদের জন্য দুটি খুশির বার্তা: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ মার্চ ২০১৮, ১১:৩৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে আমাদের জন্য দুটি খুশির বার্তা এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
--------------------------------------------------------

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকাকে হারিয়ে অসাধারণ জয় পেয়েছে। বাঙালি যে একটা লড়াকু জাতি সেটা আমাদের ক্রিকেটাররা প্রমাণ করে দিয়েছে।

এসময় তিনি জানান ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ ও সরকার।

কাদের বলেন, আজ বঙ্গবন্ধু নেই। তার দুটি স্বপ্ন ছিল। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা, আর এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। প্রথম স্বপ্নটি তার পূরণ হয়েছে। আর দ্বিতীয়টি পূরণে অবিরাম কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি এখন পথহারা পথিক : ওবায়দুল কাদের
বিএনপিসহ সব অপশক্তিকে প্রতিহত করব : কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
X
Fresh