• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খালেদা মুক্তি পেলে অরাজকতা সৃষ্টি করবে: হাছান মাহমুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ২১:৩৬

বিএনপিপন্থী আইনজীবীদের আদালতে বিক্ষোভ ও হট্টগোলই প্রমাণ করে খালেদা জিয়া মুক্তি পেলে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করবে।

বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ২৫তম জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ঢাকা মহানগর শাখার সভাপতি রহমত উল্লাহ সবুজ, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কেন্দ্রীয় সভাপতি মিয়া মঞ্চপসহ অনেকে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, বিএনপি নেত্রী জামিন না পাওয়ায় বিএনপির আইনজীবীদের আদালত প্রাঙ্গণে বিক্ষোভ সম্পূর্ণভাবেই আদালতের নির্দেশ অবমাননা করা। কারণ হাইকোর্ট থেকেই নির্দেশনা আছে যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো প্রকার বিশৃঙ্খলা কিংবা হট্টগোল করা যাবে না।

হাছান মাহমুদ আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহ দিতে ১৫ই আগস্ট কেক কাটেন বেগম খালেদা জিয়া। এ দিনে খালেদা জিয়ার জন্মদিন না হওয়া সত্ত্বেও তিনি সেইদিন কেক কাটেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্য।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মেধা, মূল্যবোধ ও দেশপ্রেমের সমন্বয়ে চারিত্রিক বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আমরা রচনা করতে পারবো।

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ দায়মুক্তির নতুন মুখোশ: টিআইবি
বাংলা ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু’, কণ্ঠ দিচ্ছেন যে বাঙালি গায়ক
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল
X
Fresh