• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বিএনপি দেউলিয়া হলে নির্বাচন দিতে ভয় কিসের’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৮, ২২:৪৪

আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়েছে বলেই মামলা-মোকদ্দমার আশ্রয় নিচ্ছে।বিএনপি যদি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, তাহলে নির্বাচন দিতে ভয় কোথায়? নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন। তখন দেখা যাবে কে দেউলিয়া হয়েছে। বললেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি দেউলিয়া হয়ে গেছেন। বিএনপি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে নির্বাচন দিতে ভয় পাচ্ছেন কেন? ভোটে হারের শঙ্কা থেকে আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ৭৮ হাজার মামলা হয়েছে। যেগুলোতে ১১ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। খালেদা জিয়া রাজনীতিতে ৩৫ বছর ধরে গণতন্ত্র ও দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। অথচ মিথ্যা সাজানো মামলা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
গণতন্ত্রে বিশ্বাস করে না আওয়ামী লীগ : মঈন খান
‘বিএনপির কারণে এখনও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি’
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
X
Fresh