• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ছাত্রদল নেতা মিলনের মৃত্যু: রোববার সারা দেশে বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ মার্চ ২০১৮, ১৪:২৪

বিএনপির কর্মসূচি থেকে আটকের পর তিন দিনের রিমান্ড শেষে কারাগারে জাকির হোসেন মিলনের মৃত্যুর প্রতিবাদে রোববার সারা দেশে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুমা দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

রিজভী অভিযোগ করেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি ও তেজগাঁও থানার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে রিমান্ডে নিয়ে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে। এর প্রতিবাদে আগামী ১৮ মার্চ রোববার ঢাকা মহানগরের থানায় থানায়, সারা দেশে জেলা ও মহানগরে বিএনপি নেতাকর্মীরা বুকে কালো ব্যাজ ধারণ করবে এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত মানববন্ধনে অংশ নেন তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন।

কর্মসূচি শেষে ফেরার পথে প্রেসক্লাব এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ গ্রেপ্তার করে জাকিরকে। পরে পুলিশের কাজে বাধা দেয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির মামলায় তিন দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১০মার্চ কারাগারে পাঠানো হয় জাকিরকে।

স্বজনদের অভিযোগ, রিমান্ডে থাকাকালীন সময়ে পুলিশের নির্যাতনেই মৃত্যু হয়েছিলো জাকিরের।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
X
Fresh