• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘দেশ ও জনগণকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১৩:৫৩

দেশ ও দেশের জনগণকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে। গণতন্ত্র গভীর সংকটে নিপতিত হচ্ছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ (বুধবার) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ব্যাংকে চলছে হরিলুট। হাজার হাজার কোটি টাকা অবাধে লুট হচ্ছে। আর এই লুটপাটে সহায়তা করছে খোদ সরকার। কোটি কোটি ডলার পাচার হচ্ছে এবং বিদেশে সেকেন্ড হোম গড়ে তুলছে এই লুটপাটকারীরা। এখনই এদের থামাতে হবে। গণতন্ত্র হুমকির মুখে। মানুষকে কথা বলতে দেয়া হচ্ছে না।

বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে অ্যাটর্নি জেনারেল ও দুদুকের আইনজীবীদের অবস্থান সম্পর্কে সমালোচনা করে তিনি বলেন, তারা কি রাষ্ট্রের আইনজীবী নাকি আওয়ামী লীগের আইনজীবী। তাদের কর্মকাণ্ডে প্রমাণিত হয় রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।