• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আ. লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ: রিজভী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মার্চ ২০১৮, ২০:৪০

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখনই বললেন- আমরা বিদেশিদের পরামর্শ নেই না। পরক্ষণেই শুনলাম, ওবায়দুল কাদের সাহেব একটি প্রতিনিধিদল নিয়ে তদ্বির করতে ভারতে যাচ্ছেন। আওয়ামী লীগের ক্ষমতার উৎসই হচ্ছে বিদেশ।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছিলেন- অফিসদিনে কোনো কর্মসূচি পালন করবে না আওয়ামী লীগ। এরপর আমরা কি দেখলাম? গত বুধবার বিনা নোটিশে ২০টি সড়ক বন্ধ করে সমাবেশ করেছে তারা। স্কুল-কলেজ ও মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার মাধ্যমে জোর করে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষকে আওয়ামী লীগের সমাবেশস্থলে আসতে বাধ্য করেছে। রাজনীতিতে আওয়ামী লীগ এতটাই দেউলিয়া হয়ে পড়েছে যে, তাদের সমাবেশে টাকা দিয়ে জোর করে লোক আনতে হয়।

রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবদের বক্তব্য মিথ্যাচারের সকল সীমা অতিক্রম করেছে। প্রতিদিন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে, সরকারের মন্ত্রী-নেতারা সেসব অনুষ্ঠান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, অথচ সেগুলোতে বাধা দেয়া হচ্ছে না। কেবলমাত্র বিএনপির মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা দেয়া হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করার পর বিএনপি ঘোষিত সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে মানুষের ঢল দেখে দিশেহারা হয়ে পড়েছে বর্তমান ভোটারবিহীন সরকার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়াম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সহ-সংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

পি

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
জলকেলির মধ্য দিয়ে কুয়াকাটায় সাংগ্রাইন উৎসব শুরু
কান উৎসবে বিচারক হয়ে যাচ্ছেন ঢাকার ঋতি
বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
X
Fresh