• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

‘শান্তিপূর্ণ কর্মসূচিকে উস্কানি দিয়ে উশৃঙ্খল করার চেষ্টা চলছে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মার্চ ২০১৮, ১৪:২১

গতকালের মিটিংয়ে প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য রেখেছেন এ বক্তব্য থেকে প্রমাণিত হয় গণতন্ত্র শুধু তাদের জন্য। এই দেশটা তাদের। তারা উস্কানি দিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে উশৃঙ্খল করার চেষ্টা চালাচ্ছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, কোনো উসকানি ছাড়াই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালানোর ঘটনায় ধিক্কার জানাই। ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। আমরা আজকের এই ঘটনার প্রতিবাদে আগামী ১০ তারিখে শনিবার ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছি।’

তিনি অভিযোগ করেন, আমাদের যারা নেতৃস্থানীয় যারা দল পরিচালনা করেন তাদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটল। এতটুকু সৌজন্যবোধ তারা দেখায়নি যে সিনিয়র নেতৃবৃন্দ সেখানে ছিলেন! তাদের সামনেই, আমাদের কর্মসূচি তারা শেষ করতে দেয়নি, সেই ভাবেই তারা আক্রমণ করেছে। আজকে এটা হামলা। আমরা পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ধিক্কার জানাচ্ছি।