• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘সমালোচনায় পড়েছি, পদত্যাগ করবো’

রংপুর প্রতিনিধি

  ০২ মার্চ ২০১৮, ১৫:০৩

'মন্ত্রিত্ব নিয়ে আমরা সমালোচনার মুখে পড়েছি। দেশের মানুষের কাছে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অচিরেই আমরা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করবো।'

বললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনদিনের সফরে শুক্রবার ঢাকা থেকে রংপুরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, 'আমরা বিরোধী দলে রয়েছি। আমাদেরকে তিনজন মন্ত্রীও দেওয়া হয়েছে। এ মন্ত্রিত্ব নেওয়া আমাদের ঠিক হয়নি। মন্ত্রিত্ব নেয়ার পর দেশবাসীর কাছে আমাদের নানা সমালোচনায় পড়তে হয়েছে। দেশের মানুষের কাছে আমাদের সুনাম নষ্ট হয়েছে। তাই এমন মন্ত্রিত্ব আর চাই না। অচিরেই আমরা মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি বলেন, 'আমরা অনেকদিন বিরোধীদলে থেকেছি। আর বিরোধী দলে থাকতে চাই না। আগামী নির্বাচন করব বিরোধীদলে থাকার জন্য নয়। সরকার গঠনের জন্য। আমাদের নেতাকর্মীরাও সে লক্ষ্য নিয়ে মাঠে কাজ করে যাচ্ছে। দেশের মানুষ আমাদের আবার ক্ষমতায় দেখতে চায়। আমরা ৯ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলাম। সে সময় দেশের মানুষ শান্তিতে ছিল।'

তিনি আরো বলেন, 'নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। সন্ত্রাস চাঁদাবাজি ছিল না। এখন মানুষ বাড়ি থেকে নিরাপদে বের হতে পারে না। এসব কারণেই দেশের মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়। আগামী নির্বাচনের জন্য আমরা ৩০০ আসনে প্রার্থী ঠিক করে রেখেছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা অনেক ভালো করব। আমরা রাষ্ট্র ক্ষমতায় যাব।'

জাপা চেয়ারম্যান বলেন, 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন জেলে। তাদের দল এখন নেতৃত্বশূন্য। তারা আগামী নির্বাচনে আসবে কি-না এটা তাদের ব্যাপার। তকে তারা নির্বাচনে গেলে ভালো হয়।'

আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,'দেশের রাজনৈতিক বিষয় নিয়ে বিদেশিরা কোনো প্রভাব খাটাবে না। বিএনপি নির্বাচনে না আসলেও জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নির্বাচন করবে। আর এ দুটি দল নির্বাচনে অংশ নিলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। কোনো দল নির্বাচনে আসুক আর না-ই আসুক সেটা দেখার বিষয় নয়।'

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

daraz
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি
X
Fresh